বাগেরহাটে ৫ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ, জেলা পরিষদের সদস্য ইব্রাহিম মোল্লা, ষাটগুম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এম এ মতিন, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম প্রমুখ।
বিজয় মেলায় আগত দর্শকদের আনন্দ দিতে যাত্রাগানসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন