বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে সরকার তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তাঁকে হয়রানি করছে। ফলে প্রতিদিন তাঁকে আদালতে হাজিরা দিতে হচ্ছে। সারাদেশে বিএনপির অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দিনাজপুর শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন, বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুরে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ জাতীয়তবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা-জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন তিনি।
আলোচনা সভায় জেলা জাসাসের সভাপতি প্রভাষক মো. আক্তারুজ্জামান আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক ও সাবেক এমপি আলহাজ্ব রেজিনা, যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল, যুগ্ম-আহবায়ক আলহাজ্ব মাহবুব আহম্মেদ, হাসানুজ্জামান উজ্জল, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার