‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
এর প্রথম দিন বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং।
উপজেলা পরিবার পরিকলল্পনা দপ্তর এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও ডা. মো. এনামুল কবির। সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেগম রেবেকা খাতুন, চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, জান্নাতুন্নেছা, আফরোজা খানম প্রমূখ বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন