নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা পাপীদের বিচার করেছেন। আর খালেদা জিয়া পাপীদের আশ্রয় দিয়েছেন। ব্যর্থতার গ্লানি নিয়ে আন্দোলন করে কেউ সফল হতে পারে না। জিয়া অরফানেজ ফান্ড ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে। বিএনপি বিচার কাজ ব্যাহত করতে এখন আন্দোলন-সংগ্রামের নামে নড়েচড়ে উঠেছে। আজ বিকেল পাঁচটায় পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে গ্রীন লাইন ওয়াটার ওয়েজ ও সুরভী পরিবহনের যৌথ উদ্যেগে পর্যটকদের কুয়াকাটা-সুন্দরবন নৌপথে ভ্রমণে এমভি গ্রীনলাইন-৭ এর উদ্বোধন অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অবহেলিত বরিশাল বিভাগের নানামুখী উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, কুয়াকাটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৃষ্টি। আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে মেরিন ড্রাইভ, সু-বিশাল ফিস এ্যাকুরিয়াম, ওয়াচ-টাওয়ার, গলফ গ্রাউন্ড, লাইট হাউজ, সিনেমা কমপ্লেক্স, পর্যটন ইকোপার্ক নির্মাণ করা হবে। সমুদ্র সৈকত রক্ষায় মেরিন ড্রাইভ নির্মাণের আশ্বাস দিয়ে তিনি আরোও বলেন, পায়রা সমুদ্র বন্দরের মাধ্যমে এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বরগুনার তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ভূমি অধিগ্রহণের কাজ চলবে। আন্ধারমানিক ও শিববাড়িয়া নদীর নব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং ব্যবস্থা করা হবে।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লার সভাপত্বি সৈকতে অস্থায়ী নৌকা প্রতীকী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মাসুমুর রহমান, পুলিশ সুপার মঈনুল হাসান, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান বুলেট প্রমুখ। এরপর সন্ধ্যায় নৌ-মন্ত্রী ফিতা কেটে ওই প্রমোদতরীটি শুভ উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিপুল পরিমাণে পর্যটক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুরভী পরিবহের মালিক মাসুম খান বলেন, প্রতিদিন সকাল ৭টায় পর্যটক প্রতি আড়াই হাজার টাকা ভাড়ায় তিনবেলা খাবার সুবিধাসহ কুয়াকাটা সৈকত থেকে গ্রীনলাইন ওয়াটার ওয়েজ প্রমোদ তরীটি সুন্দরবনের উদ্দ্যেশে ছেড়ে যাবে। সকল আবাসিক হোটেল থেকে টিকিট সংগ্রহ করবে এবং সন্ধ্যায় কুয়াকাটা সৈকতে ফিরবে পর্যটকবাহী তরীটি।
বিডি প্রতিদিন/এ মজুমদার