বিএনপি জামায়াতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। আজ বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌরসভা প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। অন্যান্যের মধ্যে আরো ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, ছাত্রলীগ নেতা কাজী বাবলু, সাইফুল ইসলাম শামীম, মাইন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে দেশে বিএনপি-জামায়াত নৈরাজ্য ও অপরাজনীতি করছে। উন্নয়ন অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা সকল ধরণের নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার