নোয়াখালী হাতিয়ায় আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২জন গুলিবিদ্ধসহ ৬জন আহত হয়েছেন।
এসময় বিক্ষুব্ধরা হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুদ্দীনের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পৌর আওয়ামী লীগ সভাপতি দ্রুত গাড়ি থেকে নেমে চলে গেলে প্রতিপক্ষ আওয়ামী লীগ কর্মীরা গাড়িতে অগ্নিসংযোগ করে।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত পৌনে ৮টায়।
প্রত্যক্ষদর্শী ও পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সাইফুদ্দীন জানান, আফাজিয়া বাজার থেকে যুবলীগ নেতা আশরাফ হত্যার বিচার দাবিতে সমাবেশ শেষে নিজ বাসায় আসার পথে তার গাড়ি লক্ষ্য অতর্কিত হামলা ও গুলি চালায়। এসময় দুই পক্ষের সংঘর্ষে শরীফ ও আমজাদ নামে দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ ও পুলিশসহ অন্ততঃ ৬জন আহত হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন