কুমিল্লা সদর দক্ষিণের ওসি নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসির যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা কুমিল্লা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়।
বৃহস্পতিবার ওসি নজরুলের নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউপির স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করার নির্দেশনা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম। সূত্র জানায়,পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় এর আগে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ওসি মো. নজরুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছিল।
উল্লেখ্য, কুমিল্লার ১৫টি ইউনিয়ন পরিষদে সাধারণ ও ৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার