নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৯০ পিস ইয়াবাসহ মো. শামীম নামে এক যুবক আটক হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার শিবগঞ্জ খুজিউড়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটক শামীম ওই গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) শাহ শিবলী সাদিক জানান, শামীমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম