নেত্রকোনার মদনে নিজ বসত ঘর থেকে গলায় রশি পেচাঁনো অবস্থায় যুবকের লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার জয়পাশা গ্রামের এ লাশ উদ্ধার করা হয়।সে জয়পাশা গ্রামের মহিউদ্দিনের ছেলে সোলায়মান (২১)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মত বুধবার দুপুরে খাবার পর সেলায়মান ঘরে শুয়েছিল। বাড়ীর লোকজন ধান মাড়াইয়ের কাজে বাড়ীর উঠোনে ব্যস্ত ছিল। হঠাৎ ঘরের ভিতর শব্দ শুনে বাড়ীর লোকজন এলে তাকে গলায় রশিসহ মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতেই লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট শেষে গতকাল বৃহস্পতিবার ভোরে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করে।
মদন থানার ওসি মো. শওকত আলী জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান