বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরিষা চাষ করেছেন পঞ্চগড়ের কৃষকরা। কম খরচ আর কম সময়ে উৎপাদিত হওয়ার কারণে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে জানাচ্ছেন তারা। তবে তা অনেকটাই নির্ভর করছে বাজার মূল্যের উপর। কৃষকরা আশা করছেন সরিষার সঠিক মূল্য পেলে তাদের আর দুঃখ থাকবে না।
এবারের ভয়াবহ বন্যায় পঞ্চগড়ের বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়। এর মধ্যে দেবীগঞ্জ উপজেলার কৃষকদের ধানের আবাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে তারা দিশেহারা হয়ে পড়ে। সেই বন্যার ক্ষতি পুষিয়ে নিতে এই উপজেলার কৃষকদের প্রণোদনা হিসেবে সরিষা চাষে উদ্বুদ্ধ করেছে সরকার। দেবীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ, সার, কিটনাশক প্রদান করা হয়। সেই সাথে দেয়া হয় চাষ বাসের খরচও।
কৃষকরা জানিয়েছেন, সরিষার আবাদ ভাল হয়েছে। প্রতি বিঘায় ৫ থেকে ৬ মণ সরিষা উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে । তারা প্রতি মণ সরিষা দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্থ এই কৃষকদের এ বছর বারি ১৪ এবং বারি ১৫ জাতের সরিষা বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। জেলায় ১০০০ জন সরিষা চাষীকে বিঘা প্রতি সার ও বীজ প্রদান করা হয়েছে। ১২’শ জন কৃষককে পূর্নবাসনের জন্য সার বীজ প্রদান করা হয়েছে। এ বছর এই জেলায় সর্বমোট দুই হাজার তিনশ ৭০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। যা গত বারের তুলনায় বেশি।
কৃষকেরা আমন ধান ঘরে তোলার পরেই সরিষা আবাদ করে থাকেন। অন্যদিকে বোরো ধান লাগানোর আগে সরিষা আবাদ তুলে নেয়া হয়। তাই সরিষা উৎপাদনে সময় কম লাগে। আর এজন্য সরিষাকে বলা হয় দুই ফশলের মাঝামাঝি ফসল। এদিকে পঞ্চগড়ের মাটিতে রবি চাষ ভাল হয়ে থাকে। সরিষা চাষে আবওহাওয়া অনুকূলে থাকলে কৃষকরা এবার ভালই লাভবান হবে বলে আশা করছেন কৃষি বিভাগ ও সংশ্লিষ্টরা।
দেবীগঞ্জ উপজেলার বিনয়পুর সেন পাড়া গ্রামের সরিষা চাষি এরশাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, বন্যায় আমার অনেক ক্ষতি হয়েছিল। বন্যার এই ক্ষতি কাটিয়ে উঠতে ১২ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি। এর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতর থেকে ৪ বিঘার জমিতে সরিষা আবাদ করার জন্য বীজ, সারসহ অন্যান্য খরচ দিয়েছে। সরিষা খুব ভাল হয়েছে । সরকার যদি ভাল দাম দেয় তবে ক্ষতি পুষিয়ে উঠতে পারবো।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল আলম জানান, সরকারের প্রণোদনা ও পূণর্বাসন প্রকল্পের আওতায় সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। পঞ্চগড়ে দিন দিন সরিষার আবাদ বাড়ছে। এ বছর সরিষার আবাদ ভাল হয়েছে। আশা করি, ফলনও ভাল হবে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৭/ফারজানা