নরসিংদীতে রেকারের ধাক্কায় লেগুনার দুই যাত্রী নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের বড়ইতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিহাদ হোসেন (১১) ও আদুরী গার্মেন্টসের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ইটাখোলা থেকে একটি রেকার ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে নরসিংদী যাচ্ছিল। এসময় ঘনকুয়াশার কারণে দেখতে না পেয়ে রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ইটাখোলাগামী লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জিহাদ হোসেন ও ইয়াসিন আরাফাত নিহত হন। এতে ক্ষিপ্ত হয়ে আদুরী গার্মেন্টসের শ্রমিকরা সাংবাদিকের গাড়িসহ বেশ কয়েকটি গাড়িতে আগুন দেন। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে যানযটের সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এছাড়া পুলিশ সুপারের নেতৃত্বে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে যানযট নিরসন করা হয়।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম