বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রায় ৩ লাখ মুসল্লির আখেরী মোনাজাতের মধ্য দিয়ে জয়পুরহাটে শেষ হলো তিন দিনের তাবলীগ জামাতের জেলা ইজতেমা। জয়পুরহাট শহরের চুনা পাথর প্রকল্পের বিশাল ময়দানে প্রায় তিন লাখ মুসল্লির অংশগ্রহণে সর্ববৃহৎ আখেরী মোনাজাত শুরু হয় দুপুরে।
মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের ফায়সাল হযরত মাওলানা ফারুক সাহেব। আখেরী মোনাজাতে জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশীদুল হাসান, জয়পুরহাট সদর উপজেলা জেলা চেয়ারম্যান ফজলুর রহমান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মোজাহার আলি প্রধান, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুরসহ দেশ-বিদেশের প্রায় ৩ লাখ মুসল্লি এই ইজতেমায় অংশ নেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/হিমেল