লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট সীমান্তে নিজের ভুট্টা ক্ষেতে কাজ করার সময় ছাবেদ আলী (৫০) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল। শনিবার মোগলহাট সীমান্তের ৯২৮ নম্বর মেইনপিলারের ৪ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ছাবেদ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চরফলিমারী এলাকার মৃত কান্ডু ব্যাপারীর ছেলে।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাবেদ আলী শনিবার সকালে নিজের ভূট্টা ক্ষেতে কাজ করছিলেন। এ সময় সকাল পৌনে ৯টার দিকে ভারতীয় কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের কয়েক গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে ছাবেদ আলীকে তুলে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ‘ছাবেদ আলীকে ধরে নিয়ে যাওয়ার কারণ এবং ফেরত চেয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। মোগলহাট বিজিবির পক্ষ থেকে আমরা কড়া প্রতিবাদপত্র পাঠিয়েছি। পতাকা বৈঠকের পর ধরে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানানো হবে।’
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম