বগুড়ার সোনাতলা উপজেলায় একটি ধানক্ষেত থেকে পিন্টু প্রামানিক (৩২) নামের এক অটো রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু প্রামানিক সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের লালমিয়া প্রামানিকের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যায় পিন্টু প্রামানিক। এরপর শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিমারপাড়া-ধর্মকুল সড়কের কালুরঘাট ব্রিজের দক্ষিণ পার্শ্বের ধানক্ষেতে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম