বন্যায় দুই ধারের মাটি সরে গিয়ে সাধারণ মানুষের চলাচলের রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে জনগণের দুর্ভোগ লাঘবে চিরিরবন্দরে স্বেচ্ছাশ্রমে নিজেরাই চলাচলের রাস্তা সংস্কার করছেন এলাকাবাসী।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের সরকারপাড়ার লোকজন নিজ উদ্যোগে ৫ শত মিটার রাস্তা সংস্কার করেন।
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হারুন অর রশীদ হিরু, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম ও এলজিইডি কর্মকর্তা একরামুল হকের উদ্যোগে এ সংস্কার কাজ শুরু করা হয়। এসময় ওই এলাকার বৃদ্ধ, যুবক, তরুণসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম