লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে তা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। রবিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইবনে জিশাদ আল নাহিয়ান, ছাত্রলীগ নেতা আবু তালেব প্রমুখ।
বক্তারা বলেন, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হৃদয় সাহাকে রায়পুরের এক ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে ওই মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম