মাদারীপুরে সাথী বেগম (১৮) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ
করেছেন নিহতের পরিবার। এদিকে, ঘটনার পর থেকেই ওই নববধূর শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, কালকিনি পৌর এলাকার জনাদরদী গ্রামের অমর সরদারের মেয়ে সাথী বেগমের সাথে উপজেলার বালীগ্রামে ইউনিয়নের ধুলগ্রামের ছত্তার হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদারের দেড় মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে রেজাউল বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী সাথী বেগমের সাথে খারাপ আচরণ করে আসত বলে নিহতের পরিবার জানায়। কিন্তু হঠাৎ রবিবার সন্ধ্যায় সাথী বেগমের নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে ডাসার থানা পুলিশ খবরে পেয়ে সাথী বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। অপরদিকে ঘটনার পর থেকেই নিহত সাথী বেগমের শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহতের ভাই আলামিন বলেন, স্বামী রেজাউলের পরকিয়ায় বাঁধা দেয়ায় আমার বোনকে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহত নববধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের লাশ ময়নাতদন্তের পরে বলা যাবে কিভাবে ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম