বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম চরাদি গ্রামে রোমান খলিফা (২০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে দুই বন্ধুর বিরুদ্ধে।
রবিবার রাতে এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আমানউল্লাহ নামে এক বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত রোমান নলছিটির খোজাখালি গ্রামের বাসিন্দা। আটক আমানউল্লাহর ঘরেই ঘুমন্ত রোমানকে জবাই করা হয়। এ ঘটনার পর রুহান নামে অপর বন্ধু পালিয়ে যায়। তার বাড়িও নলছিটিতে এবং সে নলছিটি ডিগ্রি কলেজের ছাত্র।
সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আমানউল্লাহ জানান, গত রবিবার রাতে থার্টিফাষ্ট পালনের জন্য রুহান ও সে (আমান) নলছিটি থেকে রোমানকে নিয়ে আসে। তারা তিন বন্ধু রোমানের মোটর সাইকেল এসে রাতে থার্টিফাস্ট অনুষ্ঠানে যোগ দেন। রাতে ঘুমন্ত রোমানকে জবাই করে রুহান। আমান এই ঘটনার সাথে জড়িত নয় বলে তার দাবি।
নিহত রোমানের বাবা বাদশা খলিফা জানান, রবিবার দুপুরে নলছিটিতে জেয়াফাত অনুষ্ঠানে অংশগ্রহন শেষে ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে তিন বন্ধু চরাদি যায়।
সোমবার সকালে বাকেরগঞ্জ থানা পুলিশের মাধ্যমে তার (বাদশা) ছেলে খুনের সংবাদ পান। খুনীরা রোমানের মোবাইল ফোন থেকে তার ছেলের দুর্ঘটনার খবর জানিয়ে দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বললেও পরে ওই মোবাইলটি বন্ধ করে দেওয়া হয়। তবে কি কারণে রোমানকে খুন করা হয়েছে তা তিনিও জানেন না। এদিকে ঘটনার পরপরই পালিয়েছে ঘাতক রুহান।
বাকেরগঞ্জ থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, রোমান হত্যার ক্লু উদঘাটনের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তার লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রোমানের বাবা বাদশা খলিফা বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/ ০১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান