ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিগত সময়ে সরকার বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জে বিএনপির ১৯ নেতাকর্মীর স্বজনদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার সকালে শহরের ভাসানী মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি মজিবর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মুরাদুজ্জামান, আব্দুল আলিম ও মিলন হক রনজুসহ অন্যারা বক্তব্য রাখেন।
বিডিপ্রতিদিন/ ০১ জানুয়ারি, ২০১৮/ ই জাহান