টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতারে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হাজরাবাড়ী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আফছার আলী। নিহত আফছার আলী ধনবাড়ী উপজেলার জামতলী পোড়াবাড়ী গ্রামের আ. হামিদের ছেলে।
মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সির্ভিসের ২টি ইউনিট ও ধনবাড়ী থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আতহদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত