নেত্রকোনার খালিয়াজুরীতে দিপু সরকার (১৫) নামের এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের কাদিরপুর গ্রামের কালিগাছ কান্দার বোরো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত দিপু উপজেলার কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে। সে খালিয়াজুরি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুঁজির পর রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামের কালিগাছ কান্দার একটি বোরো ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
খালিয়াজুরি থানার ওসি হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চচিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিত চলছিল বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/কালাম