ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ দুইজন। বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার পথে একটি প্রাইভেটকার সুজাতপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এসময় প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রবাস ফেরত হুমায়ুন কবির ও তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।
হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী আহতদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর বোন ও তার স্বামী মারা যায়।
নিহতরা হলো সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার। তারা হুমায়ুন কবিরকে এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে এগিয়ে আনার জন্য ঢাকা গিয়েছিল। আহত চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হুমায়ুনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল