'মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বংলা গড়বো' এই স্লোগানে লালমনিরহাটে পালিত হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম মাহবুবুল আলম মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাদকদ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক গোলাম রব্বানী।
আলোচনা সভায় বক্তারা লালমনিরহাট জেলাকে মাদকমুক্ত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা ও সমাবেশে আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/মাহবুব