মাগুরা শ্রীপুর উপজেলার জোকা গ্রামের (পূর্বপাশের) বিল থেকে শুক্রবার সকালে জালাল উদ্দীন মোল্লা (৫৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জালাল ঐ গ্রামের আবু তালেব মোল্লার পুত্র।
নিহতের স্ত্রী কমলা বেগম ও তার ভাই হাসেম মোল্লা জানান, সে প্রতিনিয়তই লাঙ্গলবাঁধ ও খামারপাড়া বাজারে কাঁচামাল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হয় এবং সন্ধ্যায় ব্যবসা সেরে বাড়ি ফিরে আসে। গত বৃহস্পতিবার সকালে সে বাড়ি থেকে ব্যবসার উদ্দেশ্যে লাঙ্গলবাঁধ বাজারে যায় কিন্তু ব্যবসার কাজ শেষে ঐদিন সন্ধ্যায় আর বাড়িতে ফিরে আসেনি। তার সাথে কোন যোগাযোগ করাও সম্ভব হয়নি। আজ শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের লোকজন বিলে কাজ করতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে শ্রীপুর থানা পুলিশকে জানায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে প্রেরণ করে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মৃত্যুর কারণ সম্পর্কে এই মুহূর্তে সঠিক করে বলা সম্ভব নয়। তবে ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
বিডি-প্রতিদিন/শফিক