ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী। বাল্যবিয়ে আয়োজনের দায়ে ওই স্কুলছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিকেল চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় স্কুলছাত্রীর বাড়িতে হাজির হয়ে এই বিয়ে বন্ধ করেন। আজ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার এক যুবকের সঙ্গে ঘাটুরা এলাকার একটি গ্রামের সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে উভয় পরিবারের লোকজন। শুক্রবার দুপুরের পর স্কুলছাত্রীর বাড়িতে শুরু হয় অতিথিদের আপ্যায়ন। বিকেল সাড়ে তিনটার দিকে ওই স্কুলছাত্রীর বাড়িতে বরপক্ষের লোকজন উপস্থিত হওয়ার আগেই স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে অবগত করেন।
বিয়ের বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া ওই কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। অপ্রাপ্ত বয়স্ক জেনেও বিয়ে করতে রাজি হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্কুলছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী হাকিম ও ইউএনও পঙ্কজ বড়ুয়াা। আর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে ওই ছাত্রীর মা-বাবা মুচলেকা দেন।
বিডি-প্রতিদিন/শফিক