অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৮ বছর পর আড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় বাজার গোপালপুর ইউনিয়ন পরিষদ মার্কেট প্রাঙণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া অপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হন হাজার হাজার ইউনিয়নবাসী। মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আজাদ সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরোন। এছাড়া উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে এবং দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূল আওয়ীমী লীগকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুর রশীদ। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সরাসরি ভোটে আলমগীর আজাদ সম্রাট পুনরায় সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট মধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা