বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতারসহ একটি ওয়ান শুটারগান ও ইয়াবা উদ্ধার করেছে। শনিবার মধ্যরাতে অভিযান চালিয়ে বগুড়া শহরের নবাববাড়ি এলাকা থেকে আরিফ হোসেন ওরফে আরিফকে (২০) ওয়ান শুটারগান এবং বগুড়া সদর থানার স্টেশন রোডের সামনে থেকে ২০০টি ইয়াবা মদাক বড়িসহ ওমর ফারুক (২৯) এবং মনিরুজ্জামান ওরফে মনজুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে।
বগুড়া জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, শনিবার রাত প্রায় ১২টার সময় বগুড়া সদর থানাধীন এলাকায় মোটরসাইকেল চালক পুরান বগুড়া মধ্যপাড়ার আ. মালেকের ছেলে আরিফ হোসেন ওরফে আরিফকে (২০) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি সচল দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অপর আরেকটি অভিয়ানে বগুড়া সদর থানাধীন ষ্টেশন রোডের সামনে থেকে ২’শ পিস লালচে রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা বড়িসহ বগুড়া সদরেরচক লোকমান কলোনীর নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৯) ও মালগ্রাম মধ্যপাড়ার মৃত মাহমুদ আলীর ছেলে মনিরুজ্জামান ওরফে মনজুর রহমানকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার