ঝিনাইদহ আন্তঃ বিদ্যালয় ভলিবল ক্রিড়া প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন হয়েছে বংকিরা মাধ্যমিক বিদ্যালয়। আজ শনিবার কোটচাঁদপুর উপজেলা চ্যাম্পিয়ন দলকে হারিয়ে জেলা চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বংকিরা মাধ্যমিক বিদ্যালয়।
বংকিরা স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, বংকিরা ভলিবল দল কোটচাঁদপুর সরকারী পাইলট স্কুলকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সকালে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস।
জেলা চ্যাম্পিয়ন হয়ে বংকিরা বিদ্যালয়ের অধিনায়ক জসিম উদ্দীন জানান, ৫ উপজেলাকে হারিয়ে আমরা জেলা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটাই আমার গর্ব। আগামীদিনে খুলনা বিভাগের খেলায় ঝিনাইদহকে নেতৃত্ব প্রদান করবে বংকিরা মাধ্যমিক বিদ্যালয়।
বংকিরা ভলিবল দলের খেলোয়াড়রা হলেন, জসিম উদ্দীন, নাজমুস সাকিব, তুষার, ইমরান, জয়কুমার, সুদীপ্ত, সাজেদুর রহমান, রাসেল মাহমুদ ও সাইদুর রহমান।
এদিকে, বংকিরা মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হওয়ায় গ্রামবাসি তাদের অভিনন্দন জানিয়েছেন। বিদ্যালয়ের সভাপতি ও সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন টিম বংকিরাকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে তাদের ধারাবাহিকতা ধরে রাখার আহবান জানান। টিম বংকিরা ভলিবল দলের কোচ ছিলেন সাবেক জাতীয় ভলিবল দলের খেলোয়াড় ধোপাবিলা গ্রামের শাহজাহান আলী। তিনি বর্তমানে ফায়ার সার্ভিসে কর্মরত আছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ