আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) অর্থায়নে ইউনাইটেড পারপাস কর্তৃক বাস্তবায়িত আইসিআরএ প্রকল্পের ফিল্ড পর্যায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে সাংবাদিকদের নিয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার কক্সবাজারের একটি হোটেলে এই কর্মশালা সম্পন্ন হয়।
ইউনাইটেড পারপাস প্রকল্পের ব্যবস্থাপক সুনীল জীবন চাকমার সভাপতিত্বে প্রকল্পের সহকারী শাহিনুর ইসলামের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্পের সার্বিক ব্যবস্থাপক আহসান নেওয়াজ, মনিটরিং স্পেশালিস্ট হারুনুর রশিদ ও আয়েশা সীমা।
দ্বিতীয় দিনের কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন কক্সবাজারের প্রবীণ সাংবাদিক মুুুহাম্মদ আলী জিন্নাত, সমাপনী বক্তব্য রাখেন মোরশেদুর রহমান খোকন। এসময় কক্সবাজার, উখিয়া ও টেকনাফের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইউনাইটেড পারপাস প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর মো. মাসুদ রানা ও প্রকল্পের ব্যবস্থাপক সুনীল চাকমা বলেন, আইওএম’র অর্থায়নে কক্সবাজারের উখিয়া এবং টেকনাফে ৩ হাজার ৭০০ জন হতদরিদ্র পরিবারের জীবিকার উন্নয়নে কাজ করছে ইউনাইটেড পারপাস। তার মধ্যে ৮৬ ভাগ নারী। এছাড়া ২ হাজার ৭৫০ জনকে ব্যবসায় উন্নয়ন প্রশিক্ষণ, ১ হাজার ১২০ জনকে বিভিন্ন ট্রেডের ওপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানসহ ৭৮৬ জন সুফলভোগীকে ব্যবসা শুরু করার জন্য শর্ত সাপেক্ষে ৩৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
গত জানুয়ারি থেকে ১১ কোটি ৮০ লাখ টাকার এই প্রকল্পে ৮০ শতাংশ উপকারভোগীদের স্থায়ী জীবন মানোন্নয়নে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হচ্ছে। অবশিষ্ট ২০ শতাংশ প্রকল্প ব্যবস্থাপনায় খরচ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই