কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির এক মতবিনিময় সভা আজ দুপুরে কিশোরগঞ্জ হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রিয় কমিটির মহাসচিব মুনছুর আলী। মতবিনিময় সভা উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ আহমেদ সাদী।
কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির আহ্বায়ক এমদাদুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ভূঞা ও প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার উপদেষ্টা আফতাব উদ্দিন গোলাপ।
সভা পরিচালনা করেন প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন।
বিডি প্রতিদিন/এ মজুমদার