নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় আহত রেজাউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত রেজাউল ইসলাম উপজেলার কালীগ্রাম দিঘীরপাড় গ্রামের মৃত আফছার আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যার পর রেজাউল ইসলাম ব্যবসার কাজ শেষে আবাদপুকুর থেকে হেটে বাড়ি ফিরছিলেন। পথে আবাদপুকুর-পতিসর সড়কের মরুপাড়ার জীবনের কবরস্থানের অদূরে পৌঁছালে পেছন থেকে এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রেজাউল ইসলাম এবং মোটরসাইকেল আরোহী দুলাল হোসেন গুরুত্বর আহত হন। পরে আহতদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় রাতেই দুইজনকে রাজশাহী হাসপাতালে নেওয়া হয়। রবিবার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় আহত রেজাউল ইসলাম মারা যান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, সড়ক দুঘর্টনায় আহত রেজাউল ইসলামের মৃত্যুর বিষয়টি শুনেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন