মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় “ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ” প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ তদারকি ও পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক শামীম আহমেদ ।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে নির্মিত ১৪টি ঘর পরিদর্শন করেন। এ সময় কাজের অগ্রগতি ও বিভিন্ন দিকনির্দেশনা দেন তিনি।
বোয়ালমারীতে এ প্রকল্পের অধীন মোট ৯২টি গৃহ নির্মাণ করা হচ্ছে যার মধ্যে ৬৫টি ঘরের কাজ চলমান। ফেলাননগরের ১৪টি ঘরের কাজ প্রায় শেষের দিকে।
বিডি প্রতিদিন/ফারজানা