জামালপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার ও জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসকদের উপর হামলাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত জেলার সকল চিকিৎসকদের একযোগে কর্মবিরতি চলছে। রবিবার সকাল থেকে জামালপুর জেনারেল হাসপাতাল, ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার সকল বেসরকারি হাসপাতালগুলোতে শুধুমাত্র জরুরি সেবা ব্যতীত সকল চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
সোমবার দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জামালপুর জেলা শাখার আহবায়ক ডা. মোশায়েরুল ইসলাম রতন জানান, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকদের কর্মবিরতি চলবে। দাবিগুলো হলো জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. লুৎফর রহমানকে পুলিশি নির্যাতনের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খানকে প্রত্যাহার। জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের জরুরি বিভাগে হামলা, ভাঙচুর, জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. চিরঞ্জিব সরকার, ইন্টার্ন চিকিৎসক হাবিবুল্লাহসহ স্টাফদের উপর হামলা ও মারধরের সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। সারাদেশের সকল হাসপাতালগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বলয় তৈরি করা ও অতি দ্রæত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করা।
বিডি প্রতিদিন/আল আমীন