বাগেরহাটের মোল্লারহাট থানার রাজপাট চানমিয়া চেয়ারম্যানের ঘাট চৌমাথা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য মো. এনামুল শেখকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৮। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এনামুল শেখ মোল্লারহাটের রাজপাট গ্রামের মো. আ. মান্নান শেখের ছেলে।
মঙ্গলবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতারকৃত এনামুল শেখ র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি তার অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন