গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কামাল হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সকালে এ ঘটনা ঘটে।
কামাল কুড়িগ্রাম জেলার বরুঙ্গাবারি থানার আন্ধারঝাড় এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। কালিয়াকৈর উপজেলার চন্দরা মুজিবরের বাসার ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-নবীনগর সড়কে সকালে একটি কারখানায় যাওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় ভ্যানচালক কামাল হোসেন ঘটনাস্থলে নিহত হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
সালনা হাইওয়ে থানার এসআই আদম আলী জানান, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। কোন গাড়ি দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল