ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর পুকুরে পড়ে যাওয়ায় চালকের মৃত্যু হয়েছে। নিহত চালকের নাম লিয়াকত (৪৫)। উপজেলার বিদ্যাকুট বাজারের উত্তর পাশের সড়কের মোল্লাবাড়ির সামনে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়াকত নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের মৃত সবু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ট্রাক্টর নিয়ে কুড়িঘর থেকে বিদ্যাকুট এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এলাকার একটি পুকুর পড়ে যায় লিয়াকত। পরে পুকুর থেকে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ট্রাক্টর চালকের লাশ স্থানীয়রা উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর