গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আনন্দ র্যালি ও সমাবেশ করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের বিদ্যা নিকেতন মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
পরে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীর অংশগ্রহণে আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল