নীলফামারীতে ভূমিকম্প ও অগ্নিনির্বাপণ বিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার বিকেলে জেলা শহরের পৌর সুপার মার্কেটে প্রদর্শিত এই মহড়া প্রত্যক্ষ করেন কয়েকশ মানুষ। এর উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মফিজুর রহমান। এতে স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারীর উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম।
এতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেইন খান মানিক।
ভূমিকম্পের সময় ভবনে অগ্নিকান্ড, আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদান, সিলিন্ডারের আগুন নির্বাপণ, তেলের আগুনসহ বিভিন্ন ভাবে সৃষ্ট আগুন নির্বাপণের চিত্র দেখানো হয় এতে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, অগ্নিকান্ড প্রতিরোধে সবার আগে সচেতনতা প্রয়োজন। আগুন লাগলে নিজেকে সেইফ রেখে নির্বাপণ পদ্ধতি জানা থাকলে আগুন সহজে নিয়ন্ত্রণে আনা যায়।
বিডি প্রতিদিন/আল আমীন