ঢাকা জেলার সাভারে ধর্ষণের মামলায় রনি (৪৫) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার থেকে তাকে আটক করা হয়। রনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকার রবিনের ছেলে। তিনি হাড় ভাঙা রোগীদের চিকিৎসক ও খ্রিস্টান ধর্মাবলম্বী।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর অভিযোগ, গত দুই মাস আগে তার ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির টাকা ধার নেন রনি। বাড়িতে কাজের বুয়ার কাজ করার সুবাদে পরিচয় হয় রনির সাথে। গত ২৬ ডিসেম্বর পাওনা টাকা চাইতে গেলে তার দোকানের মধ্যে নিয়ে জোরপূর্বক রনি ধর্ষণ করেন ওই নারীকে। বিষয়টি স্থানীয়দের জানালে রনির স্ত্রী আয়েশা তাকে মারধর করে তাড়িয়ে দেয়।
এ ঘটনায় অভিযোগ দায়ের করলে রনিকে গ্রেফতার করে পুলিশ। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুলফিকার বলেন, রনির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযোগ পেয়ে এই ঘটনায় ধষর্ণকারীকে আটক করা হয়। থানায় মামলা হওয়ার পর আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন