বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু বলেছেন, নৌকা মানেই উন্নয়ন। গত কয়েক বছরে নন্দীগ্রাম পৌরসভায় যত উন্নয়ন হয়েছে, ইতিপূর্বে এত উন্নয়ন হয়নি। নৌকা মার্কা বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক।
বৃহস্পতিবার বিকেলে নন্দীগ্রাম পৌর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমানের মনোনয়নপত্র দাখিলের পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন আসাদুর রহমান দুলু।
শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ৩০ জানুয়ারি নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে আনিছুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম রুহুল মোমিন তারিক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আলমগীর হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, বিএনপির প্রার্থী সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত। সব মিলিয়ে মোট তিনজন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২৮ জন কাউন্সিলর প্রার্থী ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। এখানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি।
বিডি প্রতিদিন/এমআই