বগুড়ায় সময় টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের জয়পুরহাট প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ ও ক্যামেরা পারসন রবিউল ইসলাম রবির ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে তার নিজ এলাকা বগুড়া সদরের দশটিকা গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম লৎফর রহমান লাল মিয়া। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
এদিকে, হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে বহিষ্কৃত শ্রমিকলীগ নেতা মো. জনি মিয়া ও নিশিন্দারা ইউপি সদস্য লুৎফর রহমানসহ আরো ১০-১২ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেছেন আহত সাংবাদিক মাজেদ রহমান।
মামলা দায়েরের কিছু আগে ছিনতাই করা ক্যামেরা ও ভাঙা মাইক্রোফোন পরিত্যক্ত অবস্থায় স্থানীয় একটি ঘর থেকে উদ্ধার করেছে বগুড়া সদর থানা পুলিশ। তবে মানিব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি। হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার সময় দিয়ে আল্টিমেটাম ঘোষণা করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে এবং ছিনতাই হওয়া ক্যামেরা ও মাইক্রোফোন উদ্ধার করা হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল জানান, এ ঘটনার সাথে জড়িত শ্রমিকলীগের স্থানীয় নেতা জনিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওই দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই