চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়জুল ইসলাম (২৭) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিবেশীর বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সে সুমিরদিয়া গ্রামের তাহাজ উদ্দিন মন্ডলের ছেলে।
ফয়জুলের স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী লিটনের বাড়ির বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে ফয়জুল সেটা ঠিক করতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন