জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।
মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মজিবর মোড়ে ৫নং ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ঘুড়ি প্রতীকের রহমত উল্লাহ ও ফুটবল প্রতীকের মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘুড়ি প্রতীকের প্রার্থী রমহত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান (৫৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত আসাদুজ্জামান প্রসাদপুর গ্রামের মৃত মিছির আলীর ছেলে। আহতরা সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
তবে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নয় জমির মাটি কাটা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত/আজাদ