লক্ষ্মীপুরে স্বল্পমূল্যের আধুনিক চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়ে ৮ তলা বিশিষ্ট সোপিরেট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সোপিরেটের উদ্যোগে সোমবার দুপুরে শহরের আবিরনগর এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটি এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম মোসলেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, সোপিরেট সভাপতি সৈয়দা ফিরোজা, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন প্রমুখ।
এর আগে আর্থ সামাজিক কর্মকাণ্ড দরিদ্র জনগণের জন্য করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। এসময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে সোপিরেটের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা