ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। আজ বেলা ১২টার দিকে শহরের বিসিক মোড় পরিষদ পাড়া থেকে এলাকাবাসী ও জেলা স্কুল বড় মাঠ থেকে স্কুল শিক্ষার্থীরা শহরের চৌরাস্তায় এসে মানববন্ধন করেন। মানববন্ধনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে দোষীদের শাস্তি কার্যকরের দাবি করেন তারা। কি কারণে মেহেদীকে হত্যা করা হল তার রহস্য উন্মোচনের দাবিও তুলে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে ৫ দফা দাবি ও ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের শাস্তি কার্যকর করার দাবি জানান। তা না হলে আরও কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের বিচার করা হবে।
বিডি প্রতিদিন/এএম