চাঁদপুরে কচুয়া, ফরিদগঞ্জ ও হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুরে আমরা কারো পেশীশক্তি দেখতে চাই না। যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। চাঁদপুরের নির্বাচন সারাদেশের মডেল হিসেবে দাঁড় করাতে চাই। ফলে আচরণবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। আপনারা নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা মেনে চলবেন। আইন অমান্যকারীদের শাস্তি দেব ও ভালো কাজের প্রশংসা করব। নির্বাচন আচরণবিধি মেনে চলুন ও ভোটারদের বাড়িতে যান।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ, হাইমচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোইওয়ালা চৌধুরী, ফরিদগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপায়ন দাস শুভ।
তিন উপজেলার চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ আসনের কয়েকজন প্রার্থীর বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। আগামী ৫ জানুয়ারি মোট ২৯টি ইউনিয়নের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এমআই