কুড়িগ্রামে গত কয়েকদিনের চেয়ে তাপমাত্রা ফের কমতে শুরু করেছে। ভোর থেকে কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়া বইতে থাকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা রোদে তাপমাত্রা বাড়তে থাকে।
স্থানীয় রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।তবে পরবর্তীতে আারো তাপমাত্রা কমতে পারে বলে জানান তিনি। ফলে এ অঞ্চলের জনজীবন ঠান্ডায় পড়ে কিছুটা বেকায়দায় রয়েছেন। বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবি মানুষেরা পড়েছেন চরম বিপাকে।
অনেকেই ছুটছেন ফুটপাতের দোকানসমুহে শীতবস্ত্র কিনতে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছে শিশু ও বৃদ্ধরা। এছাড়াও জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমুহে প্রতিদিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে ডায়রিয়া সর্দি ও কাশিতে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি।
এ পর্যন্ত জেলা পর্যায়ে শীত বস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম। তাই ঠান্ডায় পর্যাপ্ত শীতবস্ত্রের দাবি এ এলাকার সাধারণ মানুষের।
বিডি প্রতিদিন/এএম