শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার মায়াঘাসি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম মায়াঘাসি এলাকার ছমেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম একই এলাকার ওই গৃহবধূকে প্রায় একমাস যাবত বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। গৃহবধূর পরিবার এ নিয়ে শফিকুলকে বাধা দিলে শফিকুল উল্টো ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দিত।
গতকাল সোমবার রাত সাড়ে দশটায় মায়াঘাসি এলাকায় একটি বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে শফিকুল ইসলাম ও কতিপয় চার-পাঁচ যুবক মিলে গৃহবধূকে মায়াঘাসি পাহাড়ের জঙ্গলে নিয়ে যায়। এ সময় স্থানীয় যুবক বানার্ড দিও বাধা দিতে গেলে শফিকুল তার উপর চড়াও হয়। পরে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শফিকুলকে আটক করে। এঘটনায় স্থানীয় যুবক পলাশ সাংমা ৯৯৯ ফোন দিলে থানা পুলিশ শফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে গৃহবধূর ফুফা বলেন, আমার ভাগনি এক সন্তানের মা। ভাগনির স্বামী ঢাকায় কর্মরত থাকার সুযোগে শফিকুল নানা সময়ে কু-প্রস্তাব দিতো, উত্যক্ত করতো। সোমবার রাতে শফিকুল তাকে অপহরণ করার উদ্দেশে জঙ্গলে নিয়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, ৯৯৯ এ ফোন পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। অপহরণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/হিমেল