বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে পটুয়াখালীতে গণসমাবেশ করেছে জেলা বিএনপি। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্ক মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তবে গণসমাবেশে যেতে নেতাকর্মীদের পথে পথে ক্ষমতাসীনদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি নেতারা। এছাড়া সমাবেশ শুরুর আগেই সমাবেশস্থলে হামলা করে মঞ্চ ও চেয়ার ভাঙার অভিযোগ উঠেছে। যদিও নির্ধারিত সময় দুপুর ২টায় বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সদস্য হাসান মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। বর্তমান সরকার যদি তা না করে, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।
সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পটুয়াখালীর জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে সভাস্থলে আসার সময় বিএনপির নেতাকর্মীর ওপর হামলা চালায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এ সময় সভাস্থলের মঞ্চ এবং চেয়ার ভাঙচুর করা হয়। এতে বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছে।
পটুয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির জানান, দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার আগে শহরের বিভিন্ন প্রবেশ পথে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। এছাড়া সকালে সভাস্থলে হামলা চালানো হয়। যার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই