বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান সরকার আইন-আদালতের কোন প্রক্রিয়া অনুরণ না করে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। কারণ হচ্ছে, সরকার প্রধান শেখ হাসিনা খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পান। কারণ তিনি জানেন খালেদা জিয়া মুক্ত হলে দেশের এই সংকটময় মুহূর্তে জাতির নেতৃত্ব তার হাতে চলে যাবে। রাজনৈতিক প্রতিযোগিতায় তার সাথে পারবেন না বলে অন্যায়ভাবে তাকে জেলে বন্দী করে রেখেছেন। কাজেই খালেদা জিয়ার ব্যক্তিগত স্বার্থে নয়, জাতির স্বার্থে, মানুষের কল্যাণে আন্দোলনে মাধ্যমে তাকে মুক্ত করে নিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকালে সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শহরের পুরাতন বাস স্টেশনে জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এতে অংশ নেন।
সাবেক এই মন্ত্রী আরো বলেন, দেশে বিরাজমান বর্তমান সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট। অর্থনৈতিক মুক্তির সংকট। এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। দেশে আজ গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। মানুষের এই অধিকার ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়ার কোনও বিকল্প নেই। জতির এই দুর্দশা ও সমস্যাগুলো একমাত্র তিনিই সমাধান করতে পারবেন। ফলে তাকে মুক্ত করে এনে বর্তমান অগণতান্ত্রিক এই সরকারের পতন ঘটানোর আন্দোলন সারাদেশে বেগবান করতে হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের সঞ্চলনায় সমাবেশ আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ট অ্যাডভোকেট ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সাবেক এমপি নজির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল